চারা গজানোর ২৫-৩০ দিন পর অবস্থা ভেদে ১ম সেচ দিন এবং ৪০- ৪৫ দিন পর বা ফুল ফোটর আগে ২য় সেচ দিন।বীজ পুষ্ট হবার আগে প্রয়োজনে ৩য় সেচ দিন। গর্ত খুড়ে বীজ বোনা হলে ১ম সেচ অবশ্যই দিবেন। কারণ এর সাথে সার প্রয়োগ ও গোড়ায় মাটি তুলে দেয়া জড়িত।
সেচ ও নিকাশ পদ্ধতি :
1 : ফসলটি জলাবদ্ধতা সহ্য করতে পারে না বিধায় জমি প্রস্তুতির সময় সুনিষ্কাষণ ব্যবস্থা রাখুন। দুপুর বেলায় সেচ না দিয়ে সকালে অথবা বিকেলে সেচ দিন। প্লাবন/ নালা/ ফিতা পাইপ পদ্ধতিতে সেচ দিয়ে পানির অপচয় রোধ করুন।
লবণাক্ত এলাকায় সেচ প্রযুক্তি :
মধ্য নভেম্বর- জানুয়ারী মাসের মধ্যে বীজ বপন করলে ফুল ফোটার সময়ে অতিরিক্ত লবনাক্ততার ক্ষতি এড়ানো সম্ভব।
তথ্যের উৎস :
দক্ষিণাঞ্চলের উপযোগী কৃষি প্রযুক্তি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, নভেম্বর, ২০১৩।