সূর্যমুখী এর বীজ উৎপাদন এবং সংরক্ষণের তথ্য

ফসল : সূর্যমুখী

বীজ উৎপাদন :

হাইব্রিড জাতের ফসল থেকে বীজ সংগ্রহ করবেন না। ফসল সংগ্রহের পর পুষ্ট ও পরিষ্কার বীজ বাছাই করে নিন।

বীজ সংরক্ষণ:

দুই তিন রোদে বীজ শুকিয়ে ঠান্ডা করে পলিথিন ব্যাগে করে ছালার বস্তায় বা কেরোসিনের টিন বা ড্রামে বায়ুরোধি অবস্থায় ভরে রাখুন। প্রতি ৩০ কেজি বীজে ২৫০ গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড দিয়ে ও সংরক্ষণ করুন।

বীজ শোধন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।