সূর্যমুখী এর মাটি ও সার ব্যবস্থাপনার তথ্য

ফসল : সূর্যমুখী

মৃত্তিকা :

বেলে দোআঁশ, দোআঁশ 


মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের ঠিকানা :

মাটির ধরন এবং মাটি পরীক্ষার জন্য মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর সহায়তা নিতে হবে।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিস্তারিত জানতে ক্লিক করুন

ভেজাল সার চেনার উপায় :

ভেজাল সার চেনার উপায় ভিডিও

ভেজাল সার শনাক্তকরণ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন


ফসলের সার সুপারিশ :

গোবর সার ৮-১০টন । ইউরিয়া ১৮০-২১০ কেজি শেষ চাষের সময়।। ইউরিয়া সারের অর্ধেক এবং বর্ণিত বাকি সার শেষ চাষের সময় জমিতে ছিটিয়ে মাটির সাথে মিশিয়ে দিন। বাকি অর্ধেক ইউরিয়া ২ ভাগে ভাগ করে ১ ভাগ চারা গজানোর ২০-২৫ দিন পর এবং বাকি ইউরিয়া ৪০-৪৫ দিন পর ফুল ফোটার আগে প্রয়োগ করুন। টিএসপি ১৬০- ১৮০ কেজি। এম ও পি ১৫০-১৭০। জিপসাম ১৫০-১৭০। জিঙ্ক সালফেট ৮-১০ কেজি। বরিক এসিড (রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বগড়া, জয়পুরহাট, নওগা ও রাজশাহী এলকার জন্য) ১০-১২ কেজি। ম্যাগনেশিয়াম সালফেট ৮০-১০০ কেজি।

বারি সূর্যমূখী-২ এর জন্য -

গোবর ৪.০-৫.০ কেজি, ইউরিয়া ১০০-১১০ গ্রাম, টিএসপি ৯০-১০০ গ্রাম, এমওপি ৮০-১০০ গ্রাম, জিপসাম ৮০-১০০ গ্রাম, দস্তা ১০ গ্রাম, ম্যাগনেসিয়াম ৪০-৫০ গ্রাম, বোরণ সার ১০ গ্রাম। 

অন্যান্য জাতের জন্য-

সারের নাম

শতক প্রতি সার

হেক্টর প্রতি সার

কম্পোস্ট

২০-৪০ কেজি

১০ টন

ইউরিয়া

১.২ কেজি

৩০০ কেজি

টিএসপি

.১ কেজি

২৭০ কেজি

পটাশ

১ কেজি

২৩০ কেজি

জিপসাম

৫০০ গ্রাম

১১০ কেজি

দস্তা

১০০ গ্রাম

২.৫ কেজি

 

অর্ধেক ইউরিয়া সমুদয় অন্যান্য সার শেষ চাষের সময় জমিতে ছিটিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। অবশিষ্ট অর্ধেক ইউরিয়া সমান দুই কিস্তিতে প্রথমভাগ চারা গজানোর ২০-২৫ দিন পর এবং দ্বিতীয় ভাগ ৪০-৪৫ দিন পর ফুল ফোটার পর্বে প্রয়োগ করতে হবে।"

সার ডিলারের তথ্য পেতে ক্লিক করুন

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।