সূর্যমুখী এর বীজ ও বীজতলার তথ্য

ফসল : সূর্যমুখী

বর্ণনা : জমির প্রকারভেদে জমিতে ৪-৫ টি আড়াআড়ি চাষ ও মই দিয়ে মাটি ভালোভাবে ঝুরঝুরে ও আগাছামুক্ত করে বীজ বপন করতে হবে। বীজ লাইনে বপন করা উত্তম।

ভাল বীজ নির্বাচন :

বীজ পুষ্ট, পরিছন্ন ও বিশুদ্ধ হতে হবে। ৮০% অঙ্কুরোদগম ক্ষমতাসম্পন্ন ও মিশ্রনমুক্ত হবে। উচ্চফলনশীল জাতের বীজ বিশ্বস্থ বীজ বিক্রেতার নিকট হতে বায়ু নিরোধ প্যাকেট এ রক্ষিত বীজ ক্রয় করতে হবে।

১। উন্নত জাতের রোগ বালাই মুক্ত মান সম্পন্ন বীজ ব্যবহার করতে হবে।

২। বীজ বিশুদ্ধ হতে হবে এবং গজানোর ক্ষমতা ৮০% এর বেশি থাকতে হবে।

বীজতলা প্রস্তুতকরণ : লাইন থেকে লাইন দূরত্ব ২০ ইঞ্চি এবং সারিতে গাছ থেকে গাছের দূরত্ব ১০ ইঞ্চি রাখতে হয়।


বীজতলা পরিচর্চা : নিয়মিত দেখাশুনা করা ও রোগের আক্রমণ সম্পর্কে সতর্ক থাকা।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।