লেবু এর মাটি ও সার ব্যবস্থাপনার তথ্য

ফসল : লেবু

মৃত্তিকা :

পানি জমেনা এমন হালকা দোআঁশ ও মধ্যম অম্লীয় মাটি


মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের ঠিকানা :

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটবিস্তারিত জানতে ক্লিক করুন

সার পরিচিতি :

সার পরিচিতি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 


ভেজাল সার চেনার উপায় :

সার পরিচিতি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 


ফসলের সার সুপারিশ :

 

সারের নাম

 

                           সারের পরিমাপ     

১-২ বছর

৩-৫ বছর

৬ বছরের অধিক

গোবর/কম্পোস্ট

১৫ কেজি

২০ কেজি

২৫কেজি

ইউরিয়া

১৫০-২০০গ্রাম

৪০০ গ্রাম

৫০০ গ্রাম

টিএসপি

১৫০-২০০গ্রাম

৩০০ গ্রাম

৪০০ গ্রাম

এমওপি

১৫০-২০০ গ্রাম

৩০০ গ্রাম

৪০০ গ্রাম

 

সার প্রয়োগের পদ্ধতিঃ সার সমান তিন কিস্তিতে প্রয়োগ করুন। প্রথম কিস্তি বর্ষার শুরুতে (বৈশাখ-জৈষ্ঠ্য), ২য় কিস্তি মধ্য ভাদ্র থেকে মধ্য কার্তিক (সেপ্টেম্বর-অক্টোবর) এবং তৃতীয় কিস্তি মাঘ-ফাল্গুন (ফেব্রুয়ারী)।পাহাড়ী এলাকায় অথবা পর্যাপ্ত জায়গা না থাকলে শাবল দ্বারা গর্ত করে সার প্রয়োগ করা যেতে পারে। একটি পূর্ণবয়স্ক গাছের গোড়া থেকে সোয়া ২ হাত থেকে সোয়া ৩ হাত দূর থেকে শুরু করে ৭.৫ হাত পর্যন্ত সার প্রয়োগ করুন। গাছে সার প্রয়োগের পর এবং খরার সময় বিশেষ করে ফলের গুটি আসার সময় পানি সেচ দিন। তাছাড়া গোড়ার আগাছা পরিষ্কার ও মাটি ঢেলা ভেঙ্গে দিন। মাটির  উর্বরতা ভেদে সারের মাত্রা কম বেশি করুন।লেবু গাছের জন্য বোরণ ও ম্যাগনেশিয়াম সারও প্রয়োজন। 

 

অনলাইন সারসুপারিশ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।