লেবু এর বীজ উৎপাদন এবং সংরক্ষণের তথ্য

ফসল : লেবু

বীজ উৎপাদন :

বীজ দ্বারা ও কলম করে লেবুর চারা উৎপাদন করা যায়।লেবুর বীজ বহুভ্রুনী হওয়ায় বীজ থেকে উৎপাদিত চারায় মাতৃগাছের গুনাগুন অক্ষুন্ন থাকে। তবে বীজের চারায় ফল ধরতে দেরি হয়। তাই লেবুর চারা উৎপাদনের জন্য কাটিং বা শাখা কলম করা হয়।এটি সহজ। এছাড়া গুটি কলমের মাধ্যমেও লেবুর চারা উৎপাদন করা যায়।প্রকৃত বীজ দিয়ে  চারা উৎপাদন করা হয় না।বীজ থকে বংশ বিস্তারে জাতের মান ঠিক থাকে না, ফলন দেরিতে আসে; তাই গুটী কলম বা কাটিং করাই উত্তম।কাটিংয়ের জন্য এক থেকে দেড় বছরের সুস্থ সবল, নিরোগ ও বালাইমুক্ত পেন্সিলের মতন মোটা ডাল নির্বাচন করুন। অথবা দেড় বছরের সুস্থ সবল, নিরোগ ও বালাইমুক্ত পেন্সিলের মতন মোটা ডাল নির্বাচন করে তিন  চোখ বিশিষ্ট ৮-১০ ইঞ্চি  খন্ড করে  নিন।এর গোড়ার দিক আড়াআড়ি এবং উপরের দিক তেরছা করে কেটে নিন।  বীজতলায় ৮-১০ সেমিঃ দূরে দূরে সারি করে সমদূরে একই দিকে তেরছা  করে একটি  চোখ মাটির নিচে বসিয়ে দিন।প্রয়োজনে কাটিং এর উপরের কাটা স্থান আলকাতরার প্রলেপ দিন। কাটিং লাগানোর পর গোড়ায় হালকা সেচ দিন এবং  কয়েক দিন ছায়ার ব্যবস্থা করুন।  থেকে গুটি কলম কেটে এনে রোপণের আগ পর্যন্ত(সপ্তাহখানেক)  বীজতলায় ছয়াযুক্ত স্থানে রেখে দিন। প্রয়োজনে চারার উপর পানির হাল্কা ছিটা দিন। বর্ষার শুরুতে গুটি কলম করুন। এছাড়া চোখ কলম করেও লেবুর চারা তৈরি করা যায়। 

বীজ সংরক্ষণ:

ছায়া জায়গায় কলম সাজিয়ে রাখুন।

তথ্যের উৎস :

ফল উৎপাদনের উন্নত কলাকৌশল, ২০১১, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট।কৃষি প্রযুক্তি হাত বই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।