কাঁকরোল এর বীজ উৎপাদন এবং সংরক্ষণের তথ্য

ফসল : কাঁকরোল

বীজ উৎপাদন :

এর স্ত্রী ও পুরুষ ফুল আলাদা গাছে ফোটে। বীজ দ্বারা এর বংশবিস্তার করা হয় না। কন্দমূল  দিয়ে  বংশবিস্তার করুন।  কান্ড মরে গেলেও মূল জীবিত থাকে। শীতের শেষে কন্দ থেকে নতুন চারা বের হয়।পুরুষ ও স্ত্রী গাছকে আলাদা আলাদা চিহ্নিত করুন ।

বীজ সংরক্ষণ:

এ কন্দমূল মাটিতে সংরক্ষন করতে হবে। তবে চিহ্নিত থাকতে হবে কোনটি পুরুষ ও স্ত্রী গাছের কন্দমূল । কারন কন্দমূল রোপণ করার জন্য ৯ঃ১ অনুপাতে স্ত্রী ও পুরুষ গাছ রোপণ করতে হয় ।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।