কাঁকরোল এর বীজ ও বীজতলার তথ্য

ফসল : কাঁকরোল

বর্ণনা : জমি ৪-৫ টি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরা করে তৈরী করতে হবে।

বীজতলা প্রস্তুতকরণ : ১) দৈর্ঘ্যঃ জমির দৈর্ঘ্যের উপর নির্ভর করে। ২) প্রস্থঃ ৩০০ সে.মি( ১১৮ ইঞ্চি ) । ৩) দুই বেডের মাঝে নালার প্রস্থ ৩০ সেমি ( ১২ ইঞ্চি ) । ৪) দুই বেডের মাঝে নালার গভীরতা ২০ সেমি( ৭.৮ ইঞ্চি ) । ৫) প্রতি বেডে দুটি সারি থাকবে। ৬) লাইন থেকে লাইন দূরত্ব হবে ২০০ সেমি(৭৮.৭ ইঞ্চি ) । ৭) প্রতি সারিতে ৬০x৬০x৬০ সেমি আকারের গর্ত তৈরী করতে হবে। ৮) মাদা থেকে মাদার দূরত্ব হবে ২০০ সেমি(৭৮.৭ ইঞ্চি ) ।


বীজতলা পরিচর্চা : জমির উপরিভাগ সমান ও আগাছা দমন করতে হবে।

তথ্যের উৎস :

কৃষকের ডিজিটাল ঠিকানা ওয়েব সাইট,২১/১২/২০১৭