কাঁকরোল এর মাটি ও সার ব্যবস্থাপনার তথ্য

ফসল : কাঁকরোল

মৃত্তিকা :

পানি জমেনা এমন এমন উঁচু ও মাঝারী উঁচু জমি এবং বেলে দো-আঁশ থেকে দো-আঁশ মাটি কাঁকরোল চাষের জন্য উপযোগী।


মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের ঠিকানা :

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিস্তারিত জানতে ক্লিক করুন

সার পরিচিতি :

সার পরিচিতি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন


ভেজাল সার চেনার উপায় :

ভেজাল সার শনাক্তকরণ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

ভেজাল সার চেনার উপায় ভিডিও


ফসলের সার সুপারিশ :

 

সারের নাম

হেক্টর প্রতি সার

পঁচা গোবর 

৫-১০ টন

ইউরিয়া

২৪০ কেজি

টি এস পি

২০০ কেজি

এম ও পি

২০০ কেজি

জিপসাম

১০০ কেজি

ডলোচুন

১০০ কেজি

 

সারের নাম

শতক প্রতি সার

পঁচা গোবর 

২০-৪০ কেজি

ইউরিয়া

৯৬০ গ্রাম

টি এস পি

৮০০ গ্রাম

এম ও পি

৮০০  গ্রাম

জিপসাম

৪০০ গ্রাম

ডলোচুন

৪০০  গ্রাম

অনলাইন সারসুপারিশ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

হেক্টর প্রতি ৫-১০ টন গোবর সার জমির তৈরির সময় ছিটিয়ে মাটির সাথে মিশিয়ে দিন।  ২০০ কেজি হারে টিএসপি৮০ কেজি হারে এমওপি এবং ১০০ কেজি জিপসাম চারা লাগানোর ১৫ দিন আগে মাদার মাটির সাথে মিশিয়ে দিন।  ২৪০ কেজি ইউরিয়া ও ১২০ কেজি এমওপি সার সমান ৩  ভাগে মোথা লাগানোর ২০৪০  এবং  ৬০ দিন  মাদার মাটির সাথে মিশিয়ে দিন। ডিএপি প্রয়োগ করলে  টিএসপি এবং এমওপি প্রয়োগ করলে এমপি সার প্রয়োগ  করবেন  না। প্রতি কেজি ডিএপি সার প্রয়োগে ৪০০ গ্রাম ইউরিয়া  কম দিন। মাটি অধিক অম্লীয় হলে হেক্টরপ্রতি ৮০-১০০ কেজি ডলোচুন শেষ চাষের সময় প্রয়োগ করে মাটির সাথে মিশিয়ে দিন। মাটির উর্বরতা বা মাটি পরীক্ষা করে সার দিলে মাত্রা সে  অনুপাতে কম বেশি করুন।

তথ্যের উৎস :

কৃষকের ডিজিটাল ঠিকানা ওয়েব সাইট,২১/১২/২০১৭