কাঁঠাল এর বীজ উৎপাদন এবং সংরক্ষণের তথ্য

ফসল : কাঁঠাল

বীজ উৎপাদন :

মধ্য জৈষ্ঠ্য থেকে মধ্য শ্রাবণ (জুন-আগস্ট) মাসে চারা রোপণ করতে হয়।সাধারণত বীজ থেকে চারা তৈরি করা হয়। বীজ থেকে চারা তৈরীর ক্ষেত্রে বড় পুষ্ট বীজ সংগ্রহ করে সাথে সাথে  বা  ছাই মেখে ২/৩ দিন ছায়ায় শুকিয়ে বপন করলে ২০-২৫ দিন পরে চারা গজাবে। ১০-১২ মাসের চারা যত্নের সাথে তুলে জমি রোপণ করতে হবে।কলমের মাধ্যমেও কাঁঠালের চারা তৈরী করতে পারেন।ছোট অবস্থায় চারা/কলম লাগানোর পর ছোট ছোট শাখা কেটে দিলে কান্ড লম্বা হয়। বড় গাছের মরা ডাল, ভিতরের ছোট ছোট শাখা, পূর্ববর্তী বছরের কাঁঠালের বোঁটার অবশিষ্ট অংশ কেটে দিলে ফলন বেশি হয়।

বীজ সংরক্ষণ:

সাধারণ ভাবে বেশি দিন বীজ সংরক্ষণ করা যায় না।ছাই মেখে ২/৩ দিন ছায়ায় শুকিয়ে  যায়।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭।