পেঁপে এর মাটি ও সার ব্যবস্থাপনার তথ্য

ফসল : পেঁপে

মৃত্তিকা :

পেঁপে গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারেনা এজন্য উঁচু, উর্বর দোঁয়াশ থেকে এঁটেল দোঁয়াশ মাটি উত্তম। পেঁপের জমি হবে জলাবদ্ধতা ও বন্যামুক্ত এবং সেচ সুবিধাযুক্ত।


মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের ঠিকানা :

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিস্তারিত জানতে ক্লিক করুন

সার পরিচিতি :

সার পরিচিতি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 


ভেজাল সার চেনার উপায় :

ভেজাল সার শনাক্তকরণ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন


ফসলের সার সুপারিশ :

 

                     সারের নাম

                  

                      সারের পরিমাপ     

ইউরিয়া

৪০০-৫০০গ্রাম

টিএসপি

৫০০গ্রাম

এমওপি

৪৫০-৫০০গ্রাম

জিপসাম

২৫০গ্রাম

জিংক

২০গ্রাম

বোরন

২০গ্রাম

সার প্রয়োগের পদ্ধতিঃ চারা রোপণের ১৫-২০ দিন পূর্বে প্রতি গর্তে ১৫ কেজি গোবর সার,টিএসপি, জিপসাম, জিংক সালফেট ও বোরিক এসিড দিতে হবে। ইউরিয়া ও এমওপি সার চারা রোপনের ১ মাস পর থেকে প্রতি মাসে একবার উপরি প্রয়োগ করতে হবে। ইউরিয়া গাছে প্রতি ৫০ গ্রাম ও এমওপি ৫০ গ্রাম। গাছে ফুল এলে এই মাত্রা দ্বিগুণ করতে হবে। ফল তোলার ২ মাস আগে সার দেয়া বন্ধ করতে হবে।

 

অনলাইন সারসুপারিশ সম্পর্কেবিস্তারিত জানতে ক্লিক করুন

তথ্যের উৎস :

ফল উৎপাদনের উন্নত কলাকৌশল, বিএ আর আই, ২০১১। ফসলের পুষ্টি সমস্যা ও প্রতিকার, মৃত্যুঞ্জয় রায়, ২০১৪