ফসল : আম
মৃত্তিকা :
আম গাছ যে কোন প্রকার মাটিতে জন্মে তবে গভীর, পানি জমে না এমন উর্বর দোঁ-আশ মাটি আম চাষের জন্য উপযুক্ত
মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের ঠিকানা :
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিস্তারিত জানতে ক্লিক করুন
সার পরিচিতি :
সার পরিচিতি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
ভেজাল সার চেনার উপায় :
ভেজাল সার শনাক্তকরণ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
ফসলের সার সুপারিশ :
আমের চারা রোপনের জন্যে প্রতি গর্তে নিম্নোক্ত হারে সার দিতে হবেঃ
সারের নাম |
প্রতি গর্তে সারের পরিমাণ |
গোবর |
২২ কেজি |
ইউরিয়া |
১৫০ গ্রাম |
টিএসপি |
৫৫০ গ্রাম |
এমওপি |
৩০০ গ্রাম |
জিপসাম |
৩০০ গ্রাম |
জিংক সালফেট |
৬০ গ্রাম |
গর্ত ভর্তির ১০-১৫ দিন পর চারার গোড়ার মাটির বলসহ গর্তের মাঝখানে রোপণ করতে হবে।
একটি পূর্ণ বয়স্ক ফলন্ত আম গাছের জন্য বছরে নিম্নোক্ত হারে সার দিতে হবেঃ
সারের নাম |
ফলন্ত গাছে বছর প্রতি সারের পরিমাণ |
গোবর |
৫০ কেজি |
ইউরিয়া |
২ কেজি |
টিএসপি |
১ কেজি |
এমওপি |
৫০০ গ্রাম |
জিপসাম |
৫০০ গ্রাম |
জিংক সালফেট |
২৫ গ্রাম |
উল্লেখিত সার ২ কিস্তি-তে প্রয়োগ করতে হবে। প্রথমবার জৈষ্ঠ্য-আষাঢ় মাসে এবং দ্বিতীয়বার আশ্বিন মাসে প্রয়োগ করতে হবে।
অনলাইন সারসুপারিশ সম্পর্কেবিস্তারিত জানতে ক্লিক করুন
তথ্যের উৎস :
কৃষি প্রযুক্তি হাতবই , বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭।