কয়েকটি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে জমি তৈরি করুন। সাধারণত কার্তিক থেকে মধ্য অগ্রহায়ন বা মধ্য অক্টোবর থেকে নভেম্বরের শেষ পর্যন্ত চারা রোপন করা যায়। সমতল পদ্ধতিতে লাইন করে লাগাতে হবে যাতে ২-৩ টি গিট মাটির নীচে থাকে। প্রতিটি খন্ডের দৈর্ঘ্য ১০-১২ ইঞ্চি। লাইন-লাইন দূরত্ব ২৪ ইঞ্চি এবং লতা–লতার দূরত্ব ১২ ইঞ্চি রাখতে হবে।