জমির আর্দ্রতার উপর নির্ভর করে ২-৩টি সেচ দিতে হবে। লতা মাটিতে লেগে যাওয়ার পর ৩০ দিন, ৬০ দিন ও ৯০ দিন পর সেচ দিতে হবে।
সেচ ও নিকাশ পদ্ধতি :
1 : বৃষ্টি বা অতিরিক্ত সেচের পানি জমিতে জমতে দিবেন না। এতে পাতা ও লতার বাড়তি বেশি হয়, কিন্তু ফলন কমে যায়। এরপর জো এলে কোদাল/নিড়ানি দিয়ে মাটির ওপরের চটা ভেঙে দিন।
তথ্যের উৎস :
কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭।