ফসল : মিষ্টি আলু
মৃত্তিকা :
বেলে ও বেলে দোঁয়াশ ঊত্তম। তবে চরের মাটি, অনুর্বর মাটি, পানি জমে না থাকা এঁটেল মাটিতেও চাষ করা যায়।
মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের ঠিকানা :
মাটির ধরন এবং মাটি পরীক্ষার জন্য মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর সহায়তা নিতে হবে।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিস্তারিত জানতে ক্লিক করুন
সার পরিচিতি :
সার পরিচিতি বিস্তারিত জানতে ক্লিক করুন
ভেজাল সার চেনার উপায় :
ভেজাল সার শনাক্তকরণ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
ফসলের সার সুপারিশ :
সারের নাম |
শতক প্রতি সার |
হেক্টর প্রতি সার |
গোবর/ জৈব সার |
১-১.৫ কেজি |
৮-১০ টন |
ইউরিয়া |
৬৫০-৭০০ গ্রাম |
১৬০-১৮০ কেজি |
টিএসপি |
৬০০-৬৫০ গ্রাম |
১৫০-১৭০ কেজি |
এমওপি |
৭০০-৭৫০ গ্রাম |
১৮০-২০০ কেজি |
সমুদয় গোবর, টিএসপি ও অর্ধেক ইউরিয়া ও অর্ধেক পটাশ সার জমি তৈরির আগে শেষ চাষের সময় মাটিতে প্রয়োগ করতে হবে। চারা রোপণের ৬০ দিন পর অবশিষ্ট ইউরিয়া ও পটাশ সার সারির পার্শ্বে প্রয়োগ করতে হবে।
অনলাইন সার সুপারিশ বিস্তারিত জানতে ক্লিক করুন
তথ্যের উৎস :
কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭।