মিষ্টি আলু এর বীজ উৎপাদন এবং সংরক্ষণের তথ্য

ফসল : মিষ্টি আলু

বীজ উৎপাদন :

ইউরিয়া সার প্রয়োগের সময় ২ বার গাছের গোড়ায় মাটি তুলে বেঁধে দিতে হবে। চারা লাগানোর (৫০-৬০ দিন পর) মাসে  অন্তত ১ বার লতা নেড়ে চেড়ে দিতে হবে। এতে মিষ্টি আলুর লতার পর্ব থেকে শিকড় গজানো তথা বাজারজাত অনুপযোগী কন্দমূল উৎপাদন এড়ানো সম্ভব এবং ফলশ্রুতিতে কন্দের আকার ও ফলন বাড়বে। বাজার অনুপযোগী কন্দ হবে না।

বীজ সংরক্ষণ:

বীজ লতা সংরক্ষণঃ মিষ্টি আলু কার্তিক মাসে লাগিয়ে চৈত্রের মাঝামাঝি হতে জ্যৈষ্ঠের মাঝামাঝি তোলার ভালো সময়। তাই বন্যার পানি ওঠে না বৃষ্টির পানি জমে না উঁচু যায়গায় পরবর্তী মৌসুমের জন্য সুস্থ সবল লতা বীজ হিসাবে(প্রতি শতকে ২২৭-২৩০টি লতা) লাগিয়ে রাখুন। রোগ বালাই যাতে না লাগে তার যত্ন নিন। বর্ষায় বেড়ে ওঠা অতিরিক্ত ডগা পাতাসহ সবজি বা গবাদির খাদ্য হিসাবে ব্যবহার করুন। 

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭।