গাজর এর মাটি ও সার ব্যবস্থাপনার তথ্য

ফসল : গাজর

মৃত্তিকা :

পানি জমে না এমন দোআঁশ-বেলে দোআঁশ মাটি।


মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের ঠিকানা :

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিস্তারিত জানতে ক্লিক করুন

সার পরিচিতি :

সার পরিচিতি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 


ভেজাল সার চেনার উপায় :

ভেজাল সার শনাক্তকরণ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

ভেজাল সার চেনার উপায় ভিডিও


ফসলের সার সুপারিশ :

গাজর চাষে নিম্নোক্ত  পরিমান সার শেষ চাষের সময় মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিন :

সারের নাম

শতক প্রতি সার

গোবর / কম্পোস্ট

৪০ কেজি

ইউরিয়া

৫০০ গ্রাম

ডিএপি / টিএসপি  

৬০০ গ্রাম

এমওপি

৫০০ গ্রাম

জিপসাম

৬০০ গ্রাম


বীজ বপনের  ৩ সপ্তাহ পর ৮০-১০০ গ্রাম ইউরিয়া ও ৮০-১০০ গ্রাম এমওপি সার মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিন। বীজ বপনের ৬ সপ্তাহ পর আবার ৮০-১০০ গ্রাম ইউরিয়া ও ৮০-১০০ গ্রাম এমওপি সার মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিন। মাটির উর্বরতা বা মাটি পরীক্ষা করে সার দিলে মাত্রা সে অনুপাতে কম বেশি করুন।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।