পান এর বাজারজাত করণের তথ্য

ফসল : পান

প্রথাগত ফসল পরিবহন ব্যবস্থা :

ভার / বাইঙ্কা / ভ্যান /  নৌকা /ট্রাক/ রেল পথে।

আধুনিক ফসল পরিবহন ব্যবস্থা :

ট্রাক/রেল পথে/ কাভার্ড ভ্যান /শীতাতপ কাভার্ড ভ্যান/ কার্গো।

প্রথাগত বাজারজাত করণ :

৪টি পান=১ গন্ডা,২০গন্ডা/৮০টি= ১ বিড়া হিসেবে বাজারে বিপণ্ন হয়। হোগলা পাতার পাটিতে,বাঁশের বিশেষ ঝুড়ি্তে ভেজা কাপড় বা কলাপাতা দিয়ে মোড়কে বিপণন হয়। একটি মোড়কে ১০ হাজারের মতো পান রাখুন।

আধুনিক পদ্ধতিতে বাজারজাত করণ :

হোগলা পাতার পাটিতে,বাঁশের বিশেষ ঝুড়ি ও কলাপাতা দিয়ে মোড়কে বিপণ্ন হয়।  মসলা  সহযোগে খিলিপান ও প্যাকেটজাত করে রপ্তানি করুন।

ফসল বাজারজাতকরনের বিস্তারিত তথ্য পেতে ক্লিক করুন

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭