পেয়ারা এর বাজারজাত করণের তথ্য

ফসল : পেয়ারা

প্রথাগত ফসল পরিবহন ব্যবস্থা :

বাঁশের বড় ঝুড়িতে, ভাড়, রিক্সা ভ্যান, নৌকা, লঞ্চ ও ঠেলাগাড়িতে।

আধুনিক ফসল পরিবহন ব্যবস্থা :

কাগজ/পাতলা পলিথিন সিট দিয়ে মুড়িয়ে ট্রাক কাভার্ড ভ্যান।

প্রথাগত বাজারজাত করণ :

বাঁশের বড় ঝুড়িতেভরে পাতলা চট দিয়ে মুড়িয়ে।

ফসল বাজারজাতকরনের বিস্তারিত তথ্য পেতে ক্লিক করুন

আধুনিক পদ্ধতিতে বাজারজাত করণ :

ভোক্তা/বিপণ্ন চাহিদানুসারে বাঁশের বড় ঝুড়িতে, প্লাস্টিক/করোগেটেড কন্টেইনারে।

তথ্যের উৎস :

কৃষি তথ্য সার্ভিস (এআইএস), ১২/০২/২০১৮