পেয়ারা এর মাটি ও সার ব্যবস্থাপনার তথ্য

ফসল : পেয়ারা

মৃত্তিকা :

পানি জমেনা এমন দোয়াঁশ ভারি এঁটেল মাটি।


মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের ঠিকানা :

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিস্তারিত জানতে ক্লিক করুন

সার পরিচিতি :

সার পরিচিতি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 


ভেজাল সার চেনার উপায় :

ভেজাল সার শনাক্তকরণ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 


ফসলের সার সুপারিশ :

প্রতিবছর ফাল্গুন/ফেব্রুয়ারী মাসে ফুল আসার সময়ে, বৈশাখের শেষে ফল ধরার সময়, মে মাসে এবং ভাদ্র শেষে/ সেপ্টেম্বর মাসে  ফল তোলার পর তিন কিস্তিতে সার প্রয়োগ করুন। সার গোড়া থেকে ২.৫ হাত দূর দিয়ে যতদূর পর্যন্ত ডালাপাল বিস্তার করেছে সে পর্যন্ত মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিন। ছকে সারের পরিমাণ দেওয়া হল।

সারের নাম

বয়স (বছর)

গাছ প্রতি সার

কম্পোস্ট

১-৩

৩-৫ কেজি

৩-৫

৬-১০ কেজি

৬ এর উপর

১২-১৩কেজি

ইউরিয়া

১-৩

৫০-৬৭ গ্রাম

৩-৫

৮৪-১৩৪ গ্রাম

৬ এর উপর

১৬৭ গ্রাম

টিএসপি

১-৩

৫০-৬৭ গ্রাম

৩-৫

৮৪-১৩৪ গ্রাম

৬ এর উপর

১৬৭ গ্রাম

পটাশ

১-৩

৫০-৬৭ গ্রাম

৩-৫

৮৪-১৩৪ গ্রাম

৬ এর উপর

১৬৭ গ্রাম

গাছে সার প্রয়োগের পর এবং খরার সময় বিশেষ করে ফলের গুটি আসার সময় পানি সেচ দিন। তাছাড়া গোড়ার আগাছা পরিষ্কার ও মাটি ঢেলা ভেঙ্গে দিন। মাটির  উর্বরতা ভেদে সারের মাত্রা কম বেশি করুন।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭