পেয়ারা এর বীজ উৎপাদন এবং সংরক্ষণের তথ্য

ফসল : পেয়ারা

বীজ উৎপাদন :

বীজ থকে বংশ বিস্তারে জাতের মান ঠিক থাকে না ফলন দেরিতে আসে; তাই গুটী কলম করাই উত্তম। বর্ষার শুরুতে গুটি কলম করুন।  ১.০-১.৫ বসরের সুস্থ সবল পেন্সিলের মতন মোটা ডাল আগা থেকে নিচের দিকে ৩০-৩৮ সেমি বাদ দিয়ে । ৪-৫ সেমি পরিমাণ জায়গার বাকল গোল করে কেটে, খুব ভাল করে পরিস্কার তুলে ফেলুন, পিচ্ছিল পদার্থ ঘষে সরিয়ে ফেলুন। কাঠ যেন ক্ষত না হয়। কাটা স্থানে আধাআধি পচা গোবর ও কাদামাটি মেশানো বল ভাল করে চেপে ঢেকে দিন। কাপড়/পলিথিন সিট দিয়ে বেধে দিন। যেন মাঝের টুকু মোটা এবং দুই পাশ সরু থাকে। গুটি শুকিয়ে এলে ভিজিয়ে দিন। ১.০-১.৫ মাসে শিকড় গজিয়ে যাবে। ২ থেকে ৩ বারে কয়েক সেমি. নিচে ধারালো চাকু দিয়ে কেটে ছয়ায় রেখে পরিবেশের সাথে খাপ খাওয়ার ব্যবস্থা করুন।

বীজ সংরক্ষণ:

ছায়া জায়গায় কলম সাজিয়ে রাখুন।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭