মরিচ এর মাটি ও সার ব্যবস্থাপনার তথ্য

ফসল : মরিচ

মৃত্তিকা :

দোআঁশ, বেলে দোআঁশ।


মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের ঠিকানা :

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিস্তারিত জানতে ক্লিক করুন

সার পরিচিতি :

ইউরিয়াঃ এ সার দেখতে সাদা ও শক্ত দানার মতো গুড়া। এই সার বাতাসের সংস্পর্শে আসলে গলে যায়। গুটি ইউরিয়া দেখতে ন্যাপথেলিনের মত। প্রতি গুটির ওজন ১.৮ অথবা ২.৭ গ্রাম। টিএসপিঃ ধূসর কাল রঙের। স্থানীয় ভাবে একে মেটে সার বলে। ডি এ পিঃ ধূসর সাদা রঙের। এম ও পি সার – লালচে রঙের। বাতাসের সংস্পর্শে এলে ভিজে যায়। জিপসামঃ এই সার দেখতে ছাইয়ের মত পাউডার জাতীয় । দস্তাঃ লবণ দানার মত।

সার পরিচিতি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন


ভেজাল সার চেনার উপায় :

ভেজাল সার শনাক্তকরণ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

ভেজাল সার চেনার উপায় ভিডিও


ফসলের সার সুপারিশ :

সারের নাম

শতক প্রতি সার

গোবর

৪০ কেজি

ইউরিয়া

১.৬ কেজি

টিএসপি

১ কেজি

পটাশ

৬০০ গ্রাম

জিপসাম

২০০ গ্রাম

প্রয়োগ পদ্ধতিঃ গাছের গোড়া থেকে ৪-৬ ইঞ্চি দূর দিয়ে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে।

 অনলাইন সারসুপারিশ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর,২০১৭।