মরিচ এর বাজারজাত করণের তথ্য

ফসল : মরিচ

প্রথাগত ফসল পরিবহন ব্যবস্থা :

স্থানীয়ভাবে ছালার বস্তায়, ঝুড়ি, ভ্যান গাড়ি ইত্যাদি ।

আধুনিক ফসল পরিবহন ব্যবস্থা :

চটের বস্তায় করে, ট্রাকের মাধ্যমে, কাভার্ড ভ্যানের মাধ্যমে ।

প্রথাগত বাজারজাত করণ :

মরিচ কাচা অবস্থায় স্থানীয় সবজি বাজারে এবং শুকনা মরিচ দোকানে পাওয়া যায়। 

আধুনিক পদ্ধতিতে বাজারজাত করণ :

কাচা মরিচ পলিথিন ব্যাগে প্যাকেট করে, শুকনা মরিচ চটের বস্তায় ভরে অথবা গুঁড়া করে বিভিন্ন কোম্পানী বাজারজাত করে থাকে। 

ফসল বাজারজাতকরনের বিস্তারিত তথ্য পেতে ক্লিক করুন

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর,২০১৭।