পাট এর বাজারজাত করণের তথ্য

ফসল : পাট

প্রথাগত ফসল পরিবহন ব্যবস্থা :

শ্রমিক, নৌকা, ঠেলাগাড়ি ও গরুর গাড়ি

আধুনিক ফসল পরিবহন ব্যবস্থা :

 ট্রলি, ট্রাক, কাভার্ড ভ্যান

প্রথাগত বাজারজাত করণ :

দড়ি, শিকা, পাপোষ, পাটখড়ি, বেড়া, পানের বরজ ও রান্নার কাজে ব্যবহার করা হয়।

আধুনিক পদ্ধতিতে বাজারজাত করণ :

চট, ছালার বস্তা, ব্যাগ,শতরঞ্জি, কার্পেট, পর্দার কাপড়, সোফার কাপড়, শপিং ব্যাগ, জায়নামাজ এবং সবুজ পাট কাগজ কল ও পাটখড়ি হার্ডবোর্ড তৈরিতে ব্যবহৃত হয়।

ফসল বাজারজাতকরনের বিস্তারিত তথ্য পেতে ক্লিক করুন  

তথ্যের উৎস :

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই), ১৯-০২-২০১৮