পাট এর বীজ উৎপাদন এবং সংরক্ষণের তথ্য

ফসল : পাট

বীজ উৎপাদন :

সনাতন পদ্ধতি - ১। জমি ও মাটি নির্বাচন, ২।জাত নির্বাচন, ৩।জমি তৈরি,৪। পৃথকীকরন দূরত্ব,৫। বীজ বপন,৬। বীজ ফসলের পরিচর্যা, ক) জমিতে সেচ দেওয়া খ) আঁচড়া দেওয়া গ) আগাছা দমন ঘ) চারা পাতলাকরন উ) রোগিং (বীজাত বাছাইকরন) চ) বালাইদমন ব্যবস্থা জ) সময় মত বীজ কর্তন ঝ) বীজ সংগ্রহ ২) আধুনিক পদ্ধতিতে পাট বীজ উৎপাদনঃ জমি তৈরিঃসারের মাত্রাঃ (হেক্টর প্রতি) ৭-১২ টন পচা গোবর, ইউরিয়া ৫০-৮০ কেজি, টিএসপি ৪০-৫০কেজি, এমওপি ২০-২৫ কেজি প্রয়োগ করতে হবে। কাণ্ড ও ডগা নির্বাচনঃ গাছের বয়স ১০০-১২০ দিন হলে ৮থেকে ১০ ইঞ্চি লম্বা ডগা কেটে ঐ দিনই ৬ ইঞ্চি দূরে দূরে সারি করে  ২ইঞ্চি গভীরে ৪৫ ডিগ্রি কোণে হেলানো অবস্থায় কর্দমাক্ত জমিতে রোপণ করতে হবে। যথারীতি পরিচর্যা যেমন রোগিং, বালাই দমন, কর্তন, মাড়াই, ঝাড়াই ইত্যাদি কাজ সম্পন্ন করতে হবে।

বীজ সংরক্ষণ:

পাট বীজ সংরক্ষণের ধাপ তিনটি ১। বীজ সংগ্রহের পর তা দ্রুত রোদে শুকিয়ে বীজের আদ্রতা দেশি পাট বীজের ক্ষেত্রে ৮-১০% এবং তোষা পাট বীজের ক্ষেত্রে ৬-৮% এ রাখতে হবে। ২। বীজ সংরক্ষণের পূর্বে হোমাই (০.৩%), থায়োবেনডাজল (০.৬%) ছত্রাক নাশক দ্বারা বীজ শোধন করতে হবে। ৩। শোধন কৃত বীজ লেমুফইয়েল বা বায়ু রোধক টিনের পাত্রে সাধারণ তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। এছাড়াও রসুনের পেস্ট দ্বারা বীজ শোধন করা যায়। প্লাস্টিকের  বায়ু রোধক টিন এবং বীজের পরিমান বেশি হলে ড্রামে সংরক্ষণ করতে হবে।   

তথ্যের উৎস :

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই), ১৯-০২-১৮।